- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা হলরুমে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলার সর্বজনীন পেনশন সংক্রান্ত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল রাহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, সোনালি ব্যাংক ম্যানেজার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম ও আতিকুর রহমান বকুল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের এটি একটি যুগোপযোগী প্রদক্ষেপ, তাই ভবিষ্যতের কথা ভেবে এই কর্মসূচির আওতায় সকলকে পেনসন স্কিম চালু করার আহব্বান জানান।
Please follow and like us:
20 20