ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবাগত কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম। এদিন বিকেল ৩টায় কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম সুজন, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সিনিয়র সাংবাদিক নূরুল হক সাংবাদিক আশরাফুল আলম, একে আজাদ, আনোয়ার হোসেন আকাশ, আনোয়ার হোসেন জীবন,আহমেদ ইসমাম, জিয়াউর রহমান. বিজয় রায় ,নাজমুল হোসাইন,সবুজ ইসলাম. হজরত আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় পরিচিতি বিনিময়ের পর নবাগত কৃষি অফিসারকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা পরামর্শমূলক বক্তব্য দেন । তারা তাদের বক্তব্যে উপজেলায় কৃষি কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নবাগত কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
নবাগত কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম তাদের বক্তব্যে উপজেলার কৃষি উন্নয়নের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তারা সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সভা সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।