আবদুল মালেক সিকদার, রামু: –রামুতে দেড় লাক্ষ ইয়াবাসহ দুই জনে কে আটক করেছে ডিবি পুলিশ । আজ ২৪ শে মে সোমবার সকাল সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামু রাজারকুল ইউনিয়নের ঢালারমূখ ক্যান্টনমেন্ট স্কুলের সামনে রামু মরিচ্যা আরকান সড়কে টমটম গাড়িতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় রাখা বিস্কুটর কাটন থেক দেড় লাক্ষ ইয়াসহ দুইজন কে আটক করেছে ডিবি।
এই অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল এসপি মামুন আল ইসলাম, কক্সবাজার জেলা ডিবি পুলিশ, রামু থানার এস আই মঞ্জু। আটককৃতরা হলেন। উখিয়া উপজেলার ওয়ালা পালং এলাকার রশিদ আহাম্মদের ছেলে আবুল কাসেম,বান্দরবান লামা রিয়াজুর শরাই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আবু সৈয়দ।
ইয়াবা সহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার এস আই মঞ্জু।