- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- রাসূল (সাঃ) এর ব্যঙ চিত্র প্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করে ইতালি মুসলিম কমিউনিটি
রাসূল (সাঃ) এর ব্যঙ চিত্র প্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করে ইতালি মুসলিম কমিউনিটি
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২০ ৬:২২ অপরাহ্ণ
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : ইতালিতে বসবাসরত মুসলিম কমিউনিটি ফ্রান্স সরকারের মুসলিম বিদ্বেষি বক্তব্যে ও রাসূল (সাঃ) এর ব্যঙ চিত্র প্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা করে রাজধানী রোমে ফ্রান্স দূতাবাসের কাছাকাছি স্হানে।
সভার শুধুতেই অনুষ্ঠানের উদ্ভোধন করেন বর্তমান বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি জনাব হাসানুজ্জামান কামরুল। পরে প্রতিবাদ সভা ও কর্মসূচী সম্পর্কে বিষাদ বিবরণ দেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি ও ধুমকেতু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে,এম লোকমান হোসেন,আব্দুল আহাদ, মুক্তার হোসেন মার্ক সহ আরো অনেকে।
রোমে বসবাসরত পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেত্রীবৃন্দ ও শত শত সাধারণ মুসলমান নানাবিধ লেখাযুক্ত প্লে কার্ড বা ফেস্টুন নিয়ে সভায় হাজির হন। নানারকম শ্লোগানে শ্লোগানে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বক্তব্য প্রদান করেন স্থানীয় (ইতালিয়) মুসলিম কমিউনিটির বিভিন্ন নেত্রীবৃন্দ ও ইতালীয় খৃষ্টান কমিউনিটির সাধারণ সম্পাদক পানদোরো। প্রতিবাদ সভায় প্রায় সকল বাংলাদেশি সামাজিক সংগঠন, আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20