আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৮
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর রমনার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন জানিয়েছেন ,রাস্তা বন্ধ করে কোটাবিরোধী আন্দোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কোটা নিয়ে বুধবার (১০ জুলাই) আদালত একটি নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই। অন্তত এই চার সপ্তাহ আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না। এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ এমন হুঁশিয়ারি দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন।
তিনি আরও বলেন, যারা আন্দোলন করছেন তাদের প্রতি পুলিশের অবশ্যই ভালোবাসা, সহমর্মিতা আছে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে দেশের প্রচলিত আইন ও সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি তারা যেন জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি না দেয়।
উল্লেখ এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে মাসিক ক্রাইম কনফারেন্স। বৈঠকে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। কনফারেন্সে কোটা সংস্কার আন্দোলনসহ চলমান নানা ইস্যু নিয়ে এ বৈঠকে জোর আলোচনা হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
ডিএমপির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, পুলিশ চলমান আন্দোলনের শুরু থেকেই সহনশীলতার পরিচয় দিয়েছে। আপিল বিভাগের দেয়া কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারির পরও আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এদিন দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিক কোটা সংস্কার আন্দেলনসহ চলমান নানা ইস্যু নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার (১১ জুলাই) কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হবেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মৎস্য ভবন, মিন্টু রোড, কাঁটাবন ও চাঁনখারপুল অবরোধ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কারণে বুধবার (১০ জুলাই) দিনভর কার্যত অচল ছিল ঢাকা। সারাদেশেই ছড়িয়ে পড়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |