আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০২
ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার করেছে দুর্বৃত্তরা। নিহত ওই যুবকের নাম শুভ সরকার (২৬)।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সোমবার গভীর রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ গলিতে ওই হত্যাকাণ্ড ঘটে।
শুভ তার স্ত্রী তানিয়া আক্তার ও মরিয়ম নামের সাত মাসের এক মেয়েকে নিয়ে জাফরাবাদের বাসায় থাকতেন। তার বাবা গোলাপ সরকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়িচালক। তিনিও একটি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চে চাকরি হারান শুভ।
স্বজনেরা জানান, সোমবার রাতে কে বা কারা শুভকে বাসা থেকে ডেকে নেয়। কিছুক্ষণ পরই আর্তনাদ করে সে ফোনে মাকে জানান, আম্মা আমি কমিউনিটি সেন্টার গলিতে, আমাকে বাঁচাও। পরে স্বজনেরা সেখানে ছুটে যান। এর আগেই তাকে হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে কারা ডেকে নিয়েছিল বা কেনো তাকে হত্যা করা হয়েছে-সে বিষয়ে ধারনা দিতে পারেননি কেউ।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পবিত্র কুমার মন্ডল জানান, শুভ মাদকসেবী ছিলেন। তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শুভ যাদের সঙ্গে চলাফেরা করতেন, তারাই তাকে খুন করতে পারে। তার কয়েক বন্ধুকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |