- প্রচ্ছদ
-
- ঢাকা
- রোজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে —কৃষি মন্ত্রী
রোজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে —কৃষি মন্ত্রী
প্রকাশ: ২৮ মার্চ, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ৯০ভাগ ভোজ্যতেল বিদেশ থেকে আনতে হয়। আমরা চাইলেইতো দাম কমানো যাবে না। তেল আনতে প্রত্যেকটা সেক্টরে খরচ বেড়েছে। আর এই সুযোগে রোজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে। বামপন্থীরা আজ হরতাল করছে। আর এদের সহযোগিতা করছে বিএনপি।
সোমবার বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, এদেশের মানুষের একটাই দাবী ছিল, একজনের মজুরী দিয়ে কত জনের চাল কেনা যেত?বিএনপির আমলে একদিনের মজুরী দিয়ে ৩/৪ কেজি চাল কিনতে পারতো। একদিনের মজুরী দিয়ে এখন /১৪/১৫ কেজি চাল কিনতে পারছে। ওএমএস, টিসিবি এবং হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল সহ বিভিন্নভাবে অল্প খরচে এখন ভোগ্যপণ্য কিনতে পারছে সাধারণ মানুষ।
তিনি বলেন, আমরা বলেছিলাম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, শিক্ষা, স্বাস্থ্যখাতকে উন্নয়ন করবো।
আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহব্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসোন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, এবিএম রিয়াজুল কবীর কাওসার প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।
সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ঢাজা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা-২০ আসনের সাবেক সাংসদ এম এ মালেক, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি প্রমুখ।
পরে ফারুক হাসান তুহিনকে সভাপতি ও মোহাম্মদ সাইফুল ইসমামকে সাধারণ এবং মোঃ শাহাদাৎ হোসেন খানকে ১ নং যুগ্ম-সম্পাদক করে আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
Please follow and like us:
20 20