আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৪
এম, এ কাশেম চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড়ে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবার থেকে। বরাবরের মতোই এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
মেলা চলাকালে লোক সমাগমের কারণে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) মেলা ঘিরে আশেপাশের বিভিন্ন এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২৪ এপ্রিল) থেকে মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্যন্ত লালদীঘি অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময় ৬টি সড়ক পুরোপুরি বন্ধ থাকবে।
৩দিন যেসব সড়ক বন্ধ থাকবে সে গুলো হলো :
১. আন্দরকিলা মোড় (জামে মসজিদের সামনে) হতে বক্সিরহাট-লালদিঘীগামী রাস্তা।
২. জেলা পরিষদ মার্কেট হতে টেরিবাজার-আন্দরকিল্লাগামী রাস্তা।
৩. সিনেমা প্যালেস হতে কে সি দে রোড হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তা।
৪. জহুর হকার্স/মহল মার্কেট হতে বাটা ক্রসিং পর্যন্ত রাস্তা।
৫. টেরিবাজার ফুলের দোকান হতে টেরিবাজারগামী রাস্তা।
৬. আমানত শাহ মাজার রোডের মুখ হতে টেরিবাজারগামী রাস্তা।
এবং বড় গাড়ি গুলো শহরে প্রবেশ করবে রাজাখালী দিয়ে।
টেরিবাজার, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাইগামী সব ধরনের পণ্যবাহী গাড়ি ও বড় গাড়ি রাজাখালী দিয়ে প্রবেশ করে মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে।
বিভিন্ন রোগীরা পুলিশের সহায়তা পােব বলে ও সিএমপি পুলিশের প্রদক্ব প্রেস বিজ্ঞপ্তিতে জানাননো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমকে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং রোগীদের আসা-যাওয়ার জন্য পুলিশ সহায়তা করবে বলে জানানো হেয়ছে তাতে।
সিএমপির ওই বিজ্ঞপ্তিতে স্বাভাবিক চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে জরুরী প্রয়োজনে ওই এলাকার সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরার্মশ দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |