আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৮
ডক্টর ফারুক আমিন সুপ্রভাত সিডনি:জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিজএপিয়ারেন্স অর্থ্যাৎ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে উদযাপিত দিসব উপলক্ষে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে ৩০ আগষ্ট ২০২২, মঙ্গলবার দুপুর আড়াইটায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে অস্ট্রেলিয়ান জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য এবং গ্রিনস পার্টির নেতা সিনেটর ডেভিড শুব্রিজ বলেন, সম্প্রতি এদেশে ম্যাগনিটস্কি আইন বাস্তবায়ন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের যেসব অপরাধী গুমের মতো মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত, অস্ট্রেলিয়ায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি, এ দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই গুম-বিরোধী সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন দেশের সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মিডিয়া, মানবাধিকার কর্মী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার জোরে পরিচালিত গুমের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে তাদের সংহতি জানান।
সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের সেক্রেটারি শিবলী আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সিডনির এই সমাবেশে এদিন গুমের বিরুদ্ধে প্রতিবাদে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন এমনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার প্রতিনিধি, শ্রীলঙ্কার তামিল প্রতিনিধি, আরাকানের রোহিঙ্গা প্রতিনিধি, ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়ান প্রতিনিধি, ভারতের কাশ্মিরী ও শিখ প্রতিনিধি, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের প্রতিনিধি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অস্ট্রেলিয়ান আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নাদিনা ডিক্সন এবং আঙ্কেল ডেভ বেল যৌথভাবে এদেশের ফার্স্ট ন্যাশন বা আদিবাসীদের কথা স্মরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান বক্তা হিসেবে সিনেটর ডেভিড শুব্রিজ বলেন, আমরা যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি একদিন এখানেই আদিবাসীদের বিরুদ্ধে গুম, খুন, অন্যায় গ্রেফতারের মতো সহিংস অপরাধ সংঘটিত হয়েছিলো। আজ আমরা সেই ঐতিহাসিক অপরাধের প্রতিকার করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষকে অপহরণ করে গুম করার এই মানবতাবিরোধী অপরাধ এখনো পৃথিবীর অনেক দেশে ঘটে চলছে। শ্রীলঙ্কার কোন রাস্তায় সাদা ভ্যানে, অথবা ওয়েস্ট পাপুয়ার কোন গ্রামে মিলিটারির হাতে অথবা বাংলাদেশের খুনী বাহিনী র্যাপিড একশন ব্যাটালিয়ান কর্তৃক যে গুমের ঘটনা এখনো ঘটে চলেছে, সবগুলো অপরাধের প্রকৃতি একই। এই অপরাধের বিরুদ্ধে আমাদের অস্ট্রেলিয়ান সরকারকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। পুরো পৃথিবীর মানুষ এই গুমের বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছে, অস্ট্রেলিয়ান সরকার যদি এখনো চুপ করে থাকে তাহলে তা হবে অদূরদর্শী এক সিদ্ধান্ত। আমাদের সংসদে ম্যাগনিটস্কি আইন অনুমোদিত হয়েছে। এখন এই আইনের মাধ্যমেই আমরা র্যাপিড একশন ব্যাটালিয়ানের মতো খুনীদের এবং তাদের গুরু অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন সিনেটর লী রিয়ানন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার গুমের মতো যে মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন বাস্তবায়ন করার জন্য সবাইকে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে।
এমনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার প্রতিনিধি ভেরোনিকা কোমান বলেন, সমাজে ভয়ের সংস্কৃতি ছড়ানোর জন্য গুমের মতো জঘন্য অপরাধকে বিভিন্ন দেশে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার সম্পর্কে আমরা সচেতন। এই জঘন্য অপরাধটি একটি সমাজকে ধ্বংস করে দেয়।
শ্রীলঙ্কার তামিল সংগঠনের প্রতিনিধি রেনুগা ইনপাকুমার তার দেশে তামিল জনসংখ্যার উপর চালানো সরকারী নির্যাতনের হৃদয়স্পর্শী বর্ণনা করে বলেন, বাংলাদেশের পর বর্তমান পৃথিবীতে গুমের সংখ্যায় শ্রীলঙ্কা দ্বিতীয় স্থান অধিকার করে আছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলমান এই জঘন্য অপরাধ পুরো পৃথিবীর মানুষদের জন্যই লজ্জাস্কর।
ভারতের শিখ কৃষক সংগঠনের উপর চলমান রাষ্ট্রীয় গুম-খুনের কথা বলেন আমর সিং, কাশ্মীরিদের উপর চলমান নির্যাতনের মর্মস্পর্শী বর্ণনা দেন আনজুম রফিকী, ওয়েস্ট পাপুয়ান নির্যাতিতদের কথা বলেন জো কলিন্স, আরকানের রোহিঙ্গাদের কথা বলেন মোহাম্মদ রউফ।
সমাবেশে বাংলাদেশে সরকারী বাহিনী কর্তৃক গুমের শিকার মানুষদের ও তাদের স্বজনদের কথা তুলে ধরেন বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং জামায়াতের প্রতিনিধি ফারুক হোসাইন। তারা জানান, বছরের পর বছর চলে যাওয়ার পরও ইলিয়াস আলী, চৌধুরী আলম, আমান আযমী, ব্যারিষ্টার আরমান সহ গুম হয়ে যাওয়া শত শত মানুষের পরিবারের সদস্যরা আজো অপেক্ষায় আছে। বাংলাদেশে ফ্যাসিবাদী ও অত্যাচারী স্বৈরাচারের বিরুদ্ধে সারা পৃথিবীতে গণপ্রতিরোধ এবং সচেতনতা গড়ে তুলতে হবে।
বাংলাদেশের গুম হয়ে যাওয়া মানুষদের স্মরণে এই সমাবেশে গান পরিবেশন করেন জনতার কবিয়াল খ্যাত গায়ক রাহাত শান্তনু এবং কবিতা আবৃত্তি করেন হাবিব রহমান। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃকুদরতউল্লাহ লিটন, সোহেল মাহমুদ ইকবাল, রাশেদ খান, মোহাম্মদ হায়দার আলী প্রমুখ। আয়োজক কমিটির প্রতিনিধি, অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্টাতা এবং অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফের সমাপনী বক্তব্যের মাধ্যমে এদিন সিডনির এই গুম-বিরোধী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটির আগে একই দিন দুপুরে আহবায়ক শিবলী আবদুল্লাহর নেতৃত্বে আয়োজক সংগঠন সহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন বাংলাদেশী সংগঠনের প্রতিনিধিরা সিডনির বাংলাদেশী কনসুলেট জেনারেল মোহাম্মদ আশফাক হোসেনের কাছে বাংলাদেশ চলমান গুমের বিরুদ্ধে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। স্মাারকলিপিতে আয়োজকরা বাংলাদেশে চলমান এই মানবতাবিরোধী অপরাধের প্রতিকারের জন্য জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক কমিশন গঠন, গুমের শিকার সকল ভিকটিমের প্রত্যার্পণ এবং জাতিসংঘের কমিশনের প্রতি বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার দাবী জানান।
অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সিনিয়র নেতা ফারুক আহমেদ খান, লিয়াকত আলী স্বপন ছাড়াও উপস্থিত ছিলেন গায়ক বাবু, আজাদ, জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক দেওয়ান এইচ এম ইসমাইল।
অনুষ্ঠানের অফিশিয়াল ভিডিও ধারণ করেন এস এস টিভি অস্ট্রেলিয়ার কর্নধার ও বিএনপি নেতা এএন এম মাসুম।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,প্রফেসর ড হুমায়ের চৌধুরী রানা, কামরুল হাসান আজাদ, খারুল কবির পিন্টু, আব্দুল সামাদ, জাকির আলম লেনিন, এস এম সায়েম সুমন, এস এম খালেদ, এম কামরুজ্জামান, মোহাইমেন খান মিশু , আশরাফুল আলম রনি, মাহবুবুর রহমান মামুন, মোঃ আব্দ হোসেন , আনফাল হোসেন পঙ্কজ কুমার, অসিত গোমেজ, জুবায়েল পছন্দ মানিক, খোরশেদ আলম, মাসুদুর রহমান, রাসেল ইয়া, মাকসুদুর রহমান,সায়দা মাসুদা কাদেরী,মিজানুর রহমান,মনজুরুল হক আলমগীর,মিসেস মিজান, মোহাম্মদ নাসির আহমেদ, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ এয়াসিন মোল্লা, রাসেল আহমেদ, সারওয়ার কামাল, মোহাম্মদ মোথার, মোহাম্মদ সোহাগ, ইরাফিল আকাশ,কামরুজ্জামান, জাবের সহ অসংখ্য বাংলাদেশী নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |