আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪
বিডি দিনকাল ডেস্ক : জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারেই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে দৌলতপুর উপজেলার চাঞ্চল্যকর রমজান বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।
গত ০৬ জুন ২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ও পারিবারিক ভাবে জমি-জমা বিরোধ মিমাংসার জন্য ঘরোয়া মিটিং চলাকালে দুই পক্ষের মধ্যে বাগবিতান্ডা শুরু হয় এবং একপর্যায়ে মোঃ রমজান বিশ্বাস (৫২), পিতা-মোঃ আবুল বিশ^াস, সাং-বাগোয়ান হিসনাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ, চর থাপ্পর ও বুকে কিল ঘুষি মারে। পরবর্তীতে মোঃ রমজান বিশ্বাস শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভিকটিমের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিসৎক তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ০৭ জুন ২০২৪ তারিখ রাত্র অনুমান ০১৪০ ঘটিকার সময় মোঃ রমজান বিশ্বাস মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের বাবা মোঃ আবুল বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৩, তারিখঃ ০৭ জুন ২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনাটি এলাকায় ও মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে অদ্য ০১ জুলাই ২০২৪ খ্রিঃ ১৪৫০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ১নং এজাহারনামীয় আসামী মোঃ বজলুর রহমান মালিথা @ বজু মালিথা (৪৫), ২নং এজাহারনামীয় মোঃ শামীম আহমেদ মালিথা @ সাজু (৩৫), ৩নং এজাহারনামীয় মোঃ মিজানুর রহমান মালিথা (৫৫) উভয় পিতা-মৃত ইয়াসিন মালিথা, সাং-মথুরাপুর পশ্চিমপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোম্পানী লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |