আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২১
বিডি দিনকাল ডেস্ক ;- লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছরের মধ্যেই সবাইকে বুস্টার ডোজসহ করোনার টিকা দেয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থাও আছে। টিকা কার্যক্রমের জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও জানান তিনি।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে টিকা নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৪ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের টিকা দেয়া সম্পন্ন হয়েছে। লক্ষ্যমাত্রার মানুষের মধ্যে ৮২ শতাংশ টিকা দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। ১০ কোটি প্রথম ডোজ, প্রায় ৭ কোটি দ্বিতীয় ডোজ এবং শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পাওয়া গেছে। ১০ কোটির মতো টিকা হাতে আছে।
শতভাগ টিকা দিতে না পারলে কিছু টিকা রয়ে যেতে পারে। সেগুলো কী করবো পরে সিদ্ধান্ত হবে। সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে সেটা নিতে হবে।
স্বতঃস্ফূর্তভাবে টিকা নেয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ ইউরোপ বা অন্য অনেক দেশের মতো টিকা না নেয়ার দাবিতে রাস্তায় নামেনি। তবে দেশের দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনো টিকা নেননি। তাই সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |