আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৫
এম, এ কাশেম : লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের উদ্যোগে ত্রাণ বিতরণ, হাফেজ ছাত্রদের অভিভাবক সম্মাননা, কিরাত প্রতিযোগিতা, জামা, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল ইসলামপুরস্থ লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের স্থায়ী প্রকল্প ইসলামপুর মোহাম্মদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও শিশু পরিবারে লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী উক্ত কার্যক্রম সমূহ সম্পন্ন হয়। লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মীরসরাইয়ের সেক্রেটারী লায়ন ইজ্ঞিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ক্লিফটন গ্রুফের পরিচালক ও ক্লাবের সভাপতি লায়ন মিনহাজ উদ্দিন চৌধুরী। লায়ন জেলা জোন চেয়ারপার্সন ও ক্লাব ডিরেক্টর এবং হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তাহের আহমদ, অপকার নির্বাহি পরিচালক মোঃ আলমগীর, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লায়ন মঈন উদ্দিন, লায়ন মোস্তফা চৌধুরী। এতে আরো বক্তব্য প্রদান করেন, ভূমিদাতা ইকবাল হোসেন, লায়ন এডভোকেট সরওয়ার লাভলু, ট্রেজারার লায়ন ওয়াহেদ উল্লাহ, লায়ন ফেরদৌস কবির মিশু, লায়ন রাখাল চন্দ্র নাথ, লায়ন রফিউজ্জামান, লায়ন জামাল উদ্দিন, লায়ন এস এম রাশেদ, লায়ন জহির উদ্দিন, লায়ন কামরুল আলম, লায়ন তৌসিফ ইমরোজ সিহান, লায়ন নূর নবী পাটোয়ারী, লায়ন কামরুল ইসলাম, নিজাম আহমেদ, লিও ডিস্ট্রিক রিজিয়ন ডিরেক্টর লিও শওকত হোসেন, লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাইয়ের সভাপতি লিও তোফাজ্জল হোসেন শাকিল। এ সময় লায়ন্স ক্লাবের পরিচালিত হেফজ বিভাগের ১২ ছাত্রের মাসিক সম্পূর্ণ খরচ বহণকারী ১২ জন লায়ন অভিভাবককে সম্মাননা জানানো হয় এবং কিরাত, গজল, হাদিস, কালিমা, মাসালাহ, আসমাউল হোসনা ও দোয়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। এ ছাড়াও ১৩০ জন শিক্ষার্থীকে ৪ সেট করে জামা ও মাস্ক প্রদান করা হয়। পরবর্তীতে ২৫ টি পরিবারের জন্য লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রসার উদ্যোক্তা শহীদুল ইসলাম, লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাইয়ের সেক্রেটারী লিও আসিফুল ইসলাম, জয়েন ট্রেজারার লিও আজিম উদ্দিন, লিও আবু সাইদ, লিও জাহিন, লিও আইনুল, লিও মিনহাজ শাকিল, লিও আলাউদ্দিন, লিও রাহাত, লিও মেহেদী হাসান, মিনহাজ উদ্দিন, সোহেল, মিলন, সরোয়ার রাব্বী, আওসাফ বিন আশরাফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষকমণ্ডলী। উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণ সহ নানাবিধ: কর্মসূচী চলমান রয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |