আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৭
রাজলক্ষ্মী মৌসুমী:-
> আশ্বিনের শারদীয় মেঘলা আকাশের নাতিশীতোষ্ণ উষ্ণতায় আজ আমার কেনো এমন হলো?
> তোমারও কি এমনটি হয় আমারি মতো?
> শরতের এলোমেলো বৃষ্টির পরশ,আর শিউলি ফুলের সুবাস মনকে উদাস করে দেয়।
> কখনও সাদা কখনও বা কালো মেঘের ভেলায় উড়াল পাখীর কিচিরমিচির কলতান কানে আসে।
> সাঁঝের পাখীরা উড়ে চলে শান্তির নীড়ে।
> আমিও যেনো সাগর সৈকতের উত্তাল তরঙ্গে বিজয়িনী ভেবে নেচে উঠি উর্মির তালে তালে।
> একরাশ ভালোবাসার শব্দগুলো বুকের পাঁজরে যেনো অস্থির।
> কি যেনো –কি অনাবিল সুখানন্দে
> মন পাখীটা আনচান করে উঠে।
> কেবলি এই যান্ত্রিক মনটা মন ফাগুনের প্রেমাঞ্জলীতে নিজেকে
> সঁপেছি প্রাণ উজাড় করে।
> সুখ- দুঃখ, নতুন – পুরাতনের প্রাঙ্গনে তোমাকে নিয়েছি আপন করে।
> তুমি কি অনুভব করো আমারি মতো?
> জানো পূর্ব আকাশের ভোরের সূর্যটাও যেনো আজ স্নিগ্ধ ছিলো। শরতের এলোমেলো ঝিরিঝিরি বৃষ্টির রসধারা আমায় বিমোহিত করে তোলে আনন্দ ধরায়।
> তুমি কি অনুভব করো আমারি মতো?
> অনুভবের অভিধানে প্রেমের শব্দগুলো চলো খুঁজে নিই দু’ জনে মিলে।
> তুমি আমি বেহিসেবী ভালোবাসার নীড় রচনা করি দু’য়ে মিলে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |