- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরের ডা. খালেদ শওকত আলী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য
শরীয়তপুরের ডা. খালেদ শওকত আলী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২০ ৫:৫১ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ৭১ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, শরীয়তপুরের নড়িয়ার কৃতি সন্তান ডা. খালেদ শওকত আলী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর ২০২০) যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, ডা. খালেদ শওকত আলীকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, এদিকে ডা. খালেদ শওকত আলী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও তাঁর শুভাকঙ্খীরা।
উল্লেখ্য, শরীয়তপুর-২ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী, জাতীয় বীর কর্ণেল (অব.) শওকত আলীর ছেলে যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী।
তিনি (ডা. খালেদ শওকত আলী) দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত। আর গত জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। রাজনীতিতে সক্রিয় ডা. খালেদ শওকত আলী সব সময় মানুষের কল্যাণে কাজ করে চলছেন।
জানাগেছে, শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম জানান। এর আগে যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ২০১৯ সালের ২৩ নভেম্বর দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল।
Please follow and like us:
20 20