- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে আব্দুল আলীম বেপারীর উদ্যোগে অসহায়ের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
শরীয়তপুরে আব্দুল আলীম বেপারীর উদ্যোগে অসহায়ের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম বেপারীর উদ্যোগে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিভিন্ন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী) এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।
এসময় আবদুল আলীম বেপারী বলেন, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে যেসব রাষ্ট্রনায়ক বিশ্ব নেতৃত্বে গৌরবের অধিকারী হয়েছেন, তাদের অন্যতম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। নিম্ন আয়ের বাংলাদেশ এখন পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী, আর সেই উন্নয়নের কাণ্ডারি হয়ে সেবা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জনগণের রায়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। তিনি পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের ইতিহাসে এক বিরল রেকর্ড সৃষ্টি করবেন।
তিনি আরও বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
Please follow and like us:
20 20