আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৬
শরীয়তপুর প্রতিনিধি:-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র করোনা পজিটিভ হওয়ায় তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে শরীয়তপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোর্ট এলাকায় শরীয়তপুর জেলা কৃষকদলের উদ্যোগে এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু’র নেতৃত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সভাপতি আরিফুজ্জামান মোল্যা। এসময় অংশগ্রহণ করেন, জেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, প্রচার সম্পাদক আলী আহম্মেদ মোল্যা, সদর উপজেলার সভাপতি বাবুল খান, পৌরসভা নেতা কামাল শেখ, সাবেক ছাত্রনেতা মাসুদ দেওয়ান ও বি.এম আজিজুল হাকিম প্রমূখ। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা সহ মহামারী কোভিড-১৯ এর হাত থেকে দেশ-জাতি ও সমগ্র বিশ্বের মুক্তির জন্য দোয়া করা হয়। এসময় বলেন, এ্যাড. মনিরুজ্জামান খান দিপু বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং দীর্ঘায়ু’র জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি, আমিন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |