- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
শরীয়তপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১০ এপ্রিল) শরীয়তপুর শহরের একটি রেষ্টুরেন্টে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। জেলা
খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলহাজ্ব শাববীর আহমদ উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া। এসময় খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি তেলসহ জিনিসপত্রের দাম কমানো এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।
Please follow and like us:
20 20