শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে পুলিশি ও আওয়ামীলীগের বাধা উপেক্ষা করে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ধানুকা এলাকা (সাবেক এমপি আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু’র বাড়ীর) সামন থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচির জন্য রওনা হয় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সড়কের সামনে এলে বাধায় পরেন বিএনপি নেতাকর্মীরা। পরে বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান ও স্বারকলিপি প্রদান করে।
এসময় শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, বাবু খান, মনজুর হাসান, খোকন মোল্লা, নিপা আক্তার, সেলিম বেপারী, মোফাজ্জেল মোল্লা, পান্থ তালুকদার, এমাম মোল্লা সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এব্যাপারে শাহ মোঃ আব্দুস সালাম বলেন, ‘প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। এর ওপর ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা দেশের মানুষের কথা জানাতে এ কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু পুলিশ ও অাওয়ামীলীগের বাধায় আমরা বিদ্যুৎ অফিসে আমাদের অবস্থান কর্মসূচি ভালোভাবে পালন করতে পারলাম না। আমাদের এ আন্দোলন জনগণের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়।’