- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
শরীয়তপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ: ৮ মে, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনা করে শরীয়তপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাহবুব অালম তালুকদারের বাড়ী সংলগ্ন মসজিদে শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, যুগ্ম সাধারণ সস্পাদক বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহবুব অালম তালুকদার, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝী, যুবদল নেতা লিয়াকত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান অামান, ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেনন, যুগ্ম সাধারণ সস্পাদক জাহিদ হাসান মান্নান, শ্রমিক দলের সাধারণ সস্পাদক বাদশা সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল সহ নানান শ্রেণী-পেশার মানুষ। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক পরিচালনা করেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার। উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা সহ মহামারী কোভিড-১৯ এর হাত থেকে দেশ-জাতি ও সমগ্র বিশ্বের মুক্তির জন্য দোয়া করা হয়।
এব্যাপারে ছাত্রনেতা রিংকু তালুকদার বলেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং দীর্ঘায়ু’র জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি, আমিন।
Please follow and like us:
20 20