শরীয়তপুর প্রতিনিধি:- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনা করে শরীয়তপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরীয়তপুর শহরে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এর নেতৃত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান (আতিক) মোল্যা, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, যুবদল নেতা সোহাগ শরীফ, শাহিন বেপারী, নাসির জমাদ্দার, আল-মামুন সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও নানান শ্রেণী-পেশার মানুষ।
উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা সহ মহামারী কোভিড-১৯ এর হাত থেকে দেশ-জাতি ও সমগ্র বিশ্বের মুক্তির জন্য দোয়া করা হয়।
এব্যাপারে যুবনেতা জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং দীর্ঘায়ু’র জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি, আমিন ।।