- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুর যুবদল নেতা মতিউর রহমান সাগরকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
শরীয়তপুর যুবদল নেতা মতিউর রহমান সাগরকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের সি: যুগ্ন সাধারন সম্পাদক ও শরিয়তপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী মতিউর রহমান সাগর এর বিদেশ যাত্রায় বাধা না দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বুধবার (২৩ নভেম্বর) এই নির্দেশ দেয়া হয়। ভুক্তভোগী এই যুবদল নেতার এক আবেদনের শুনানিতে বিচারপতি জাফর আহম্মেদ ও বিচারপতি মো: আক্তারউজ্জামান এর বেঞ্চ এই আদেশ দেন।গত ৪ আগস্ট মতিউর রহমান সাগর পবিত্র ওমরাহ্ যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ বাধা দেয়। উক্ত বাধা বৈধতা চ্যালেঞ্জ করে নির্ভিগ্নে বিদেশ যেতে একটি রিট আবেদন করেন তিনি। মতিউর রহমান সাগর’কে বিদেশ যেতে বাধা সৃষ্টি করা কেনো অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবেনা জানতে চেয়ে গত ২৯ আগস্ট আদালত ৪ সাপ্তার মধ্যে কারণ দর্শানোর জন্য একটি রুল জারি করেন।
তারই পরিপেক্ষিতে উক্ত রিট নিষ্পত্তি শেষে এই আদেশ দেয়া হয়। আদালতে মতিউর রহমান সাগরের পক্ষে শুনানি করেন, এড. রফিকুল হক তালুকদার রেজা। এ বিষয়ে তিনি বলেন, গত ৪ আগস্ট শরীয়তপুর জেলা যুবদল নেতা মতিউর রহমান সাগর ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিজি ৩৩৯ ফ্লাই যোগে সৌদীআরব পবিত্র ওমরাহ্ হজ্ব পালনের উদ্যেশে যাওয়ার সময় কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাধা প্রদান করা হয়। তাদের এই এইরূপ আচোরন চ্যালেঞ্জ করে এই রিট করা হয়েছিল। রিট নিষ্পত্তি শেষে আজ আদেশ পেলাম।
Please follow and like us:
20 20