আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৫
এম, এ কাশেম, চট্টগ্রাম ব্যুারো ‘বিডি দিনকাল’ এমন এক সময় ছিলো যখন বিয়ে-সাদী সহ ঘর/বাসা-বাড়ির নামী-দামী ফার্ণিচারের জন্য যে কাউকে শহরে দৌড়াতে হতো কিন্তু সময়ের ব্যবধানে এখন শহরের আদলে মফস্বল এলাকায় ও অতি সহজ লভ্য হয়ে পড়েছে ওই সব নামী-দামী ফার্ণিচার! উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌর বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক (বারইয়ারহাট জোরারগঞ্জ সড়ক) এর ‘খান সাহেব শফিং মল’ এ এখন যে কোনো নামী-দামী ব্যান্ডের যে কোনো ফার্ণিচার-ই পাওয়া যাচ্ছে অতি সহজ লভ্যতায়। ৪তলা বিশিষ্ট খান সাহেব শপিং মল এর পুরোটাতে-ই দেশের নামী-দামী ফার্ণিচার কোম্পানী গুলোর যে কোনো ফার্ণিচার-ই পাওয়া যাচ্ছে উক্ত খান সাহেব শপিং মল এ। মেসার্স ‘খান সাহেব এন্টারপ্রাইজ’ এর স্বর্তাধিকারী মোঃ মাহবুবুল হক খান সাহেব প্রাসঙ্গিক আলাপে ‘বিডি দিনকাল’ কে জানান্, ব্যবসায়িক চিন্তা ধারায় নয়, এক প্রকার ‘সখ’ এর বসে উক্ত ফার্ণিচার’র ব্যবসা প্রতিষ্ঠানটি দিয়েছি। অতিত সময়ে মানুষ মনের মতো ফার্ণিচার নিতে হলে শহওে যাওয়া যাওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিলো না। মানুষের চাহিদার কথা চিন্তা করেই আমার এ পথ চলা। আমি আশা রাখি, যে কোনো মানুষ যে কোনো ধরণের ফার্ণিচারের জন্য আর শহরে যাওয়ার প্রয়োজন পড়বেনা। আমরা সে চাহিদা পূরনে সর্বাত্মক প্রচেষ্টায় থাকবো। দেশের নামী-দামী যে কোনো ফার্ণিচার কোম্পানীর যে কোনো ব্রান্ডের ফার্ণিচার-ই সরবরাহ করে ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষমতা রাখি/াখবো ইনশাল্লাহ্। উপর-নিচ প্রায় সব ফার্ণিচার গুলো প্রত্যক্ষ করে মনে হওয়ার-ই কথা যে, বিয়ে-শাদীতে প্রদান সহ যে কোনো প্রকারে এক সাথে কয়েক লক্ষ টাকার ফার্ণিচার ও এখান থেকে অনায়াসে যে কেউ কিনে নিতে পারবেন। বারইয়ারহাটে সহ পুরো এলাকায়ে আরো কয়েকটি ফার্ণিচারের দোকান রয়েছে। তবে, মেসার্স ‘খান এন্টারপ্রাইজ’ এর মতো এতো সু’বিশাল ও এক সাথে লক্ষ লক্ষ টাকার নামী-দামী ফার্ণিচার ক্রয় করে নেয়ার মতো অন্য কোনো ফার্ণিচার’র দোকান নেই বললেই চলে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |