- প্রচ্ছদ
-
- ঢাকা
- শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন বিপ্লবী নেতা: সাঈদ আহমেদ আসলাম
শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন বিপ্লবী নেতা: সাঈদ আহমেদ আসলাম
প্রকাশ: ৬ জুন, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় আহবায়ক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন বিপ্লবী নেতা। তিনি বাংলাদেশকে নিয়ে অনেক ভাবতেন। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন। তাকে তৎকালীন ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক আপামর সকল মানুষ ভালোবাসতো। দেশের জন্য তাঁর লক্ষ্যগুলো প্রতিষ্ঠা ও অর্জনের মানসে তাঁর ছিল আমৃত্যু প্রয়াস। তাই তিনি আজও সকৃতজ্ঞ দেশবাসীর সশ্রদ্ধ স্মরণে চির জাগরূক। আর দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে তিনি যে স্বনির্ভর আন্দোন্দন শুরু করে ছিলেন তা আজও মাইলফলক হয়ে আছে।
রবিবার (৬ জুন ২০২১) শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় শরীয়তপুরে তাঁর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রণ করেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এবং জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তিনি (সাঈদ আহমেদ আসলাম) আরও বলেন, জিয়াউর রহমান গ্রামের হাজার হাজার মানুষ এবং ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে কৃষিতে বিপ্লব ঘটিয়ে ছিলেন। তারপর তিনি গণশিক্ষায় বিপ্লব ঘটালেন যাতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রাথমিক অক্ষরজ্ঞান নিতে পারে। চল্লিশ লাখ বই-খাতা বিতরণ করে দিয়ে ছিলেন। তখন জনসংখ্যা ছিল মাত্র সাত কোটি। এইভাবে গণশিক্ষার বিপ্লব সৃষ্টি হলো। তারপর তিনি শিল্পের দিকে নজর দিলেন। সেখানেও বিপ্লব ঘটালেন তিনি। বাংলাদেশের সব মিল-কারখানা ঘুরে ঘুরে দেখলেন। কারখানাগুলোতে তিনি দুই শিফটের কাজের ব্যবস্থা করলেন যা আগে ছিল না। এর কারণে দেশের উৎপাদন বাড়ল, রপ্তানি বাড়ল। সবকিছুর উৎপাদন দ্বিগুণ হয়ে গেল। এভাবেই তিনি বাংলাদেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে শুরু করলেন।
এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেন সাঈদ আহমেদ আসলাম ।
Please follow and like us:
20 20