আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৫
বিডি দিনকাল ডেস্ক :- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা হল খুলতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। হল খোলার দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরের পর ২৪শে মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ই মে খুলে দেয়া হবে। এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থানর করতে পারবেন না। তিনি আবাসিক হলের শিক্ষার্থীদের টিকা নেওয়ার কথাও বলেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসি কার্যালয়ের দিকে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হল খুলতে ভিসিকে স্মারকলিপি দেয়া হয়।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার দাবি জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |