আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৭
এস, এম, মনির হোসেন জীবন-দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপী ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মাকসুদুর রহমান। সে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলে জানা গেছে ।
বুধবার দিবাগত মধ্য রাতে রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের ২১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এলিট ফোর্স র্যাব।
আজ র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মাকসুদুর রহমান দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।
আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১৮ সালের ২৯ মার্চ মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা। বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি ইস্ট করপোরেট শাখা।
ওই শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণখেলাপি আরএসআরএম। তবে, ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত অত্যন্ত নগণ্য।
সূত্র আরও জানান, গত ১ ফেব্রুয়ারির মধ্যে মাকসুদুর রহমানের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি শুনানি শেষে এ আদেশ জারি করেছিলেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালত।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |