আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৭
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন থেকে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার কৃপালপুর গ্রামের মৃত হিল্লোল মোল্লার ছেলে ১১নং ইউপি মেম্বর ইলতুত হোসেন মোল্লা ও একই ইউনিয়নের লক্ষুনদিয়া গ্রামের কাজী আব্দুর রশিদের ছেলে মোঃ হিটলারকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদেন শৈলকুপা-হরিণাকুন্ডু সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল্ মেহেদী। হাটফাজিলপুর বাজার এলাকার চার জন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ীর গডফাদারদের নিয়ন্ত্রনে আবাইপুর,বগুড়া ও নিত্যানন্দনপুর সহ তিনটি ইউনিয়নে প্রায় শতাধিত সাধারন মাদক ব্যবসায়ীদের কাজে লাগিয়ে রাতা-রাতি লক্ষ-লক্ষ,কোটি-কোটি টাকার মালিক বনে গিয়েছে শীর্ষ মাদক ব্যবসায়ীদের গডফাদার তরিকুল ইসলাম তপু মোল্লা,তোফাজ্জেল হোসেন তোফা মোল্লা,বকুল মোল্লা ও ফরিদুল ইসলাম অরফে ভুন্ডুলে। সূত্রে জানা গেছে,শীর্ষ মাদক সম্্রাট তপু মোল্লা ও ভুন্ডুলে দু’জনই পুলিশ-র্যাবের তালিকা ভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী।তাদের নামে বিভিন্ন থানায় এক ডজনের অধিক মামলা আছে।অপরাধ জগতের সকল প্রকার অপরাধ অপকর্মের সাথে তারা দ’জন জড়িত।বহুবার গ্রেফতার হয়ে জেল খেটেছে তারা দ’জন।খুন,ধর্ষণ,চাঁদাবাজি,অস্ত্রবাজি,বোমাবাজের মামলা সহ শৈলকুপার মাদক সিন্ডিকেটের প্রধান হোতা এই দুই মাদক গডফাদার ও শীর্ষ সন্ত্রাসী তপু ও ভুন্ডুলে। তপু ও ভুন্ডুলের মাধ্যমে হাটফাজিলপুর পুলিশ ক্যাম্প আই,সি মোঃ খায়রুল ইসলাম,মাদক ব্যবসায়ী সিন্ডিকেট থেকে অবৈধ্য অর্থ উপার্জন করে কালো টাকার পাহাড় গড়ে তুলেছেন। ঝিনাইদহের শৈলকুপা সার্কেল (শৈলকুপা-হরিণাকুন্ডু থানা) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে এক অভিযান চালিয়ে শৈলকুপার আবাইপুর ইউনিয়ন থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।হাটফাজিলপুর বাজার এলাকার মাদক ব্যবসায়ী তপু, তোফা,বকুল ও ভুন্ডুলে সহ কোন মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে পালিয়ে থেকে কেউ পার পাবে না, মাদক ব্যবসায়ীদের ধরতে খবর পেলেই গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হবে।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে,অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিচার্স ইনচার্জ আলমগীর হোসেন জানান, শৈলকুপায় যেখানেই মাদক ব্যবসায়ী ও মাদকে আশক্ত ব্যক্তিদের খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে এবং থাকবে। মাদক বন্ধে জিরো টলারেন্সে রয়েছে শৈলকুপার পুলিশ প্রশাসন। মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।আবাইপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ীর চার গডফাদার বেশীদিন পালিয়ে থাকতে পারবে না।তাদেরকে খুজে বের করে আইন-আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, ১০নং বগুড়া ইউনিয়ন,১১নং আবাইপুর ইউনিয়ন ও ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়ন জুড়ে সম্পৃক্ত আছে চার ভয়ঙ্কর গডফাদার। মাদকের নিরাপদ রুট এই শৈলকুপার হাটফাজিলপুর বাজার এলাকা, স¤প্রতি এই চার গডফাদারের কারনে মাদকদ্রব্যের ব্যবহার বেড়েছে আশঙ্কাজনক হারে।আবাইপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে,পাড়া-মহল্লা পর্যায়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ইয়াবা, ফেন্সিডিল,গাজা, হেরোইন, প্যাথেডিনসহ নানা নেশাজাতীয় দ্রব্য।ঘরে ঘরে ধনী-দরিদ্র উভয় পরিবারের কিশোররা,স্কুল-কলেজের শিক্ষার্থী বিশেষ করে তরুণ সমাজ বিপধগামী হচ্ছে। উল্লেখ্য গত ইং-২০/০৭/২০১৭ তারিখ হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ)নিমাই চন্দ্র দেবনাথ সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী মোঃ হিটলারকে ইয়াবাসহ (হাতে নাতে ধৃত) গ্রেফতার করেন। ধৃত আসামী মোঃ হিটলার এর নিজ হাতে বাহির করা মতে ০৫(পাঁচ) পিচ ইয়াবা জব্দ করেন। আসামীর বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়। ইং-২১/০৭/২০১৭ তারিখে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |