- প্রচ্ছদ
-
- ঢাকা
- শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই পদ্মাসেতু হয়েছে : নাহিম রাজ্জাক এমপি
শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই পদ্মাসেতু হয়েছে : নাহিম রাজ্জাক এমপি
প্রকাশ: ১১ জুন, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত জনসভাকে সফল করতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে
শনিবার (১১জুন) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাজাহান সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের৷ মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম প্রমূখ।
প্রধান অতিথি নাহিম রাজ্জাক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই সকল ষড়যন্ত্র ও বাঁধা অতিক্রম করে পদ্মাসেতু বাস্তবায়ন হয়েছে। এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন আজ পূরণ হয়েছে। এই পদ্মাসেতু হওয়ায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা সহ সবদিক থেকে এগিয়ে যাবো। বাংলাদেশের মানুষের একমাত্র জননেত্রী শেখ হাসিনার আস্থাশীল। তাকে ঘিরেই স্বপ্ন দেখে। তাই আগামী ২৫ জুনকে জনসভাকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20