আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৬
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামে বোনের বাড়ী বেড়াতে এসে খেলার সাথীদের সাথে গোসল করতে গিয়ে, কুমার নদে ডুবে লামিয়া (৯) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে একই উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের কন্যা এবং সাধুখালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। শৈলকুপা থানার ওসি তদন্ত মোহসিন হোসেন জানান দুপুরে বাড়ির পাশে সমবয়সী খেলার সাথীদের সাথে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাঁটার সময় হঠাৎ সে নিখোঁজ হয়। তার সাথে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যপারে শৈলকুপা থানায় একটি ইউডি মামলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয চেয়ারম্যান মকবুল হোসেন পানিতে ডুবে একটি শিশু মারা গেছে বলে লোক মুখে শুনেছেন বলে জানান।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |