আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৪
বিডি দিনকাল ডেস্ক:- বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ব্যারিস্টার মোহাম্মদ হায়দার আলী গতকাল ২৪ জুলাই রাত ১০ টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে স্ত্রী ও ২ ছেলে এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
মরহুমের মরদেহ ঢাকা থেকে শেরপুর নকলা নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ।
আজ বাদ যোহর শেরপুর জেলা নকলা উপজেলা মরহুমের বোটকান্দি গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক কবর স্থান দাফন করা হবে।
মরহুমের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ জিসান হায়দার এর বরাত দিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের দায়িত্বরত অন্যতম সদস্য ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
তিনি আরও জানান ,হায়দার আলীর মৃত্যুর খবরে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন ।সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রায় বিশেষ সহানুভূতি প্রকাশ করেছেন ।
হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। টিম লিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তার আগে ঢাকা ও মুন্সীগঞ্জের ডিসির দায়িত্ব পালন করেন তিনি।
হায়দার আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স করে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল, এলএলবি অনার্স, ডিপ্লোমা এট ল ডিগ্রি অর্জন করেন।
সরকারি চাকরি থেকে ২০০৮ সালে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |