আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১০
ডেস্ক:- কলকারখানা ও প্রতিষ্ঠানে শ্রম পরিদর্শন অধিকতর দক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য বিষয়ভিত্তিক চার ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রণয়ন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। গত ৪ নভেম্বর অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব শিবনাথ রায় এসওপিগুলোতে চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।
এসওপিগুলো হলো শ্রম অভিযোগ ও তদন্ত, কারখানার লেআউট প্ল্যান অনুমোদন, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া, পেশাগত দুর্ঘটনা ও তদন্ত সংক্রান্ত। প্রস্তুতকৃত এসওপিগুলোতে শ্রম পরিদর্শন এবং অধিদপ্তরের কার্যক্রম বাস্তবায়ন কৌশল প্রতিফলিত হয়েছে। অধিদপ্তরের সেবা প্রদানকে আরও সহজতর ও নিখুঁত করার জন্যই এই এসওপিগুলো তৈরি করা হয়েছে।
‘শ্রম অভিযোগ ও তদন্ত’ বিষয়ক এসওপিতে শ্রম সংক্রান্ত অভিযোগের প্রকারভেদ, অভিযোগ দাখিল পদ্ধতি, অভিযোগ তদন্ত পদ্ধতি, তদন্ত পরবর্তী কার্যক্রম, অভিযোগের বিষয়সমূহ আলোচিত হয়েছে। ‘কারখানার লেআউট প্ল্যান অনুমোদন’ বিষয়ক এসওপিতে কারখানার লেআউট প্ল্যান অনুমোদনের আবেদন প্রক্রিয়া, লেআউট প্ল্যান অনুমোদন পদ্ধতি, কারখানার লেআউট-এর সংশোধন অথবা সম্প্রসারণের জন্য লেআউট প্ল্যান অনুমোদন প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে। ‘প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া’ বিষয়ক এসওপিতে শ্রম আইন ও বিধিমালার আলোকে প্রতিষ্ঠানের নিবন্ধন ও লাইসেন্স প্রদান পদ্ধতি বিশদভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া ‘পেশাগত দুর্ঘটনা ও তদন্ত’ বিষয়ক এসওপিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনার তদন্ত বা অনুসন্ধান পদ্ধতি, তদন্ত সম্পর্কিত কৌশল, দুর্ঘটনার কারণ নির্ণয় ও পরবর্তী করণীয়, দুর্ঘটনা তদন্ত চেকলিস্ট, দুর্ঘটনা তদন্ত প্রতিবেদনের নমুনা সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব শিবনাথ রায় বলেন, শ্রম অভিযোগ ও তদন্ত, কারখানার লেআউট প্ল্যান অনুমোদন, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া, পেশাগত দুর্ঘটনা ও তদন্ত বিষয়ক এসওপিগুলোর চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে অধিদপ্তরের সেবা প্রদান আরও সহজতর হল। জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে অধিদপ্তর একধাপ এগিয়ে গেল।
এসওপিগুলো অনুসরণপূর্বক কার্যক্রম পরিচালনা করতে অধিদপ্তরের সকল পর্যায়ের পরিদর্শক এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণের প্রতি আহ্বান জানান ডাইফ মহাপরিদর্শক।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পদস্থ কর্মকর্তাগণ, যুগ্ম মহাপরিদর্শক এবং ২৩টি উপমহাপরিদর্শকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল উপমহাপরিদর্শকগণের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ দল এসওপিগুলোর খসড়া প্রণয়ন করেছিলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র কারিগরি সহায়তায় এবং উন্নয়ন সহযোগী দেশ কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য-এর আর্থিক সহায়তায় উপর্যুক্ত এসওপিগুলো চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে চূড়ান্তকৃত এসওপিগুলো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dife.gov.bd) আপলোড করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |