আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৭
বিডি দিনকাল ডেস্ক:- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের গাড়িতে (গোপালগঞ্জ ঘ ১১-০০৪৩) চন্দ্রা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-১০১২) পেছন থেকে ধাক্কা দিলে জেলা প্রশাসকের গাড়িটি পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে জেলা প্রশাসক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঢাকায় যাচ্ছিলেন। এসময় মাদারীপুর থেকে চন্দ্রা পরিবহনের একটি বাস তার গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জেলা প্রশাসকের গাড়ির পেছনের অংশ ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সাথে সাথে বাসের চালক পালিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জহিরুল জানান, বাসটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
শ্রীনগর শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনায় গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের কোন ক্ষতি হয়নি। পরে তিনি ঢাকার দিকে রওনা হন। বাসটিকে পুলিশ আটক করেছে।
বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে জোরালো ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |