আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৫
বিডি দিনকাল ডেস্ক :- শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তিন পেসার হলেন শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শরিফুল ইসলাম। এরমধ্যে শরিফুলের টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে গত নিউজিল্যান্ড সফরে। শহিদুল ও মুকিদুল জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন প্রথমবার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। আলোচনা থাকলেও টেস্ট দলে ডাক পাননি মাহমুদ উল্লাহ রিয়াদ। প্রাথমিক দলে অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোমের সঙ্গে জায়গা পেয়েছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
ছুটিতে থাকায় দলে নেই সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নির্বাচকদের ভাবনায় নেই। আগামী সোমবার ২১ সদস্যের দল শ্রীলঙ্কার বিমান ধরবে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নেট বোলারও বাংলাদেশ দলকে দেবে না। এজন্য বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কায় যেতে হচ্ছে টাইগারদের। ২১শে এপ্রিল প্রথম এবং ২৯শে এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি হবে পাল্লেকেল্লেতে।
শ্রীলঙ্কায় গিয়ে ৩ দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে মুমিনুল-তামিমদের। এরপর চারদিনের কোয়ারেন্টিনে থাকতে হলেও বাংলাদেশ দল পাবে অনুশীলন সুবিধা। নিজেদের মধ্যে বাংলাদেশ দল খেলবে প্রস্তুতি ম্যাচও। সিরিজ শুরুর আগে চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।
বাংলাদেশের প্রাথমিক দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |