আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৭
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার ২৯জুন সকালে কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িয়ে একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন এবং বেলগাছা ইউনিয়নবাসী ক্ষোভে ফেটে পড়ে। এরই জের ধরে বৃহস্পতিবার ২৯ জুন সকালে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগি সংগঠন এবং বেলগাছা ইউনিয়নবাসী সম্মিলিত ভাবে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ত্রিমোহনী বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছালে আহম্মেদ মজনু, বেলগাছা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলম মিয়া, তছলিম উদ্দিন, আনোয়ারা বেগম ও যুবলীগের বিদ্যুত মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |