বিডি দিনকাল ডেস্ক : বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আওয়ামী লীগ মার্কা গণতন্ত্র জনগণ চায় না। তারা গণতন্ত্র ,মানবাধিকার ,ভোটাধিকার হরণ করেছে,সেজন্য দেশ-বিদেশে শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের বিষয়ে সোচ্চার ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা জাসাস আয়োজিত আলোচনা,দোয়া ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানা অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা জাসাস এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহার সঞ্চালনায় হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে
অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির , আলমগীর আলম বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আরও বলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ করে বলেন,তারা অসত্য কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় । গণতন্ত্র ,নির্বাচনের বিষয়ে বাংলাদেশের জনগণের যা দাবী, বিদেশীরাও তাই বলছে। তাই বিদেশীদের অজুহাত তুলে জনগণের দাবী-প্রত্যাশাকে পাশ কাটানো যাবে না। তিনি বলেন,তত্ত্বাবধায়ক সরকারের দাবী যদি ষড়যন্ত্র হয়ে থাকে,তবে ১৯৯৬ সালে কোন ষড়যন্ত্রে আওয়ামী নেতারা তত্ত্বাবধায়কের দাবীতে জ্বালাও-পোড়াও করেছিলেন?
আন্দোলন ,বিএনপি দাবী করলে ষড়যন্ত্র – এই দ্বিমুখী নীতি আওয়ামী লীগের সুবিধাবাদী রাজনীতি বহিঃপ্রকাশ । বস্তুত ষড়যন্ত্র ,চক্রান্ত করে জনগণের ম্যান্ডেট ছাড়াই নিষ্ঠুর দমন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ ।এজন্যই তারা নিজেদের ষড়যন্ত্র আড়াল করতে বিএনপির আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যায়িত করতে চায়। আওয়ামী লীগ তৃণমূলে সম্মেলনের নামে কর্মী সমাবেশ করছে।বিএনপি গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে প্রকৃত সম্মেলনের মাধ্যমে।এই সম্মেলন অনুষ্ঠানেও তারা বাধা প্রদান করছে। তিনি বলেন, দুর্নীতিতে আওয়ামী লীগ যেমন বিশ্ব চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে,একই ভাবে মিথ্যাচার, ষড়যন্ত্র, অধিকার হরণের ক্ষেত্রেও তারা চ্যাম্পিয়ন । এক্ষেত্রে তারাই নবেল পাবার উপযোগী । তিনি আওয়ামী নেতাদের প্রতি মিথ্যাচার, বিভ্রান্তি, উস্কানী, সংঘাতের পথ পরিহার করে গণ দাবি মেনে পদত্যাগ করে লেভেল প্লেয়িং ফিল্ডে জনতার ম্যান্ডেট নেয়ার চ্যালেঞ্জ গ্রহনের আহবান জানান।