আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৮
নিজস্য প্রতিনিধি : হাজারীবাগ, ধানমন্ডি, নিউমার্কেট ও কলাবাগান থানায় অবস্থিত সকল মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় স্থাপনাসমূহে ধারাবাহিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করছেন ঢাকা -১০ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম।
আজ (১৭ আগষ্ট,২০২৪) শনিবার বিকেলে হাজারীবাগে অবস্থিত “নিমতলা মন্দির” প্রাঙ্গণে এ অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষের সাথে মতবিনিময় করেন বিএনপি। এতে বিপুলসংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় বিএনপি’র নেতারা হাজারীবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষ ও স্থাপনার নিরাপত্তা এবং তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ রক্ষার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা- ১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শান্তিতে একটি দিনও থাকতে দেয়নি । গায়েবি আর মিথ্যা মামলা দিয়ে শত শত নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছিল। অত্যাচার ও নির্যাতনে অনেকেই বিদেশে চলে গেছে। ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হয়নি। এমনকি বাসা বাড়ীতেও থাকতে দেওয়া হয়নি। প্রতিটি নেতাকর্মীর বাসাবাড়িতে গভীর রাতে পুলিশ এসে হানা দিয়ে ভাংচুর ও পরিবারের সদস্যদের হরহামেশাই গ্রেফতার করে নিয়ে যেতো।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে উল্লেখ করে রবি বলেন, এখন বিএনপি’র নেতা-কর্মীরা ঘরে ফিরে এসেছেন। এখন সংখ্যালঘুদের মন্দির, বিহার, প্যাগোডা রক্ষার দায়িত্ব নেতা-কর্মীদের। কাউকে আর সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা-ভাঙচুর লুটপাট করতে দেওয়া হবে না।
তিনি অতীত স্মরণ করে দিয়ে বলেন বিএনপি’র সময় সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে আর সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আ’লীগ যখন ক্ষমতায় থেকেছে।
তিনি বলেন আওয়ামী লীগ ১৬ থেকে ১৭ বছর ধরে দেশে গুম, খুন-সন্ত্রাসসহ এত বেশি অপকর্ম করেছে যে শেষ পর্যন্ত জনরোষে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দলটির নেতা-কর্মীরা এখন ধর্মীয় উসকানি দিয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। এ দেশের মানুষ আওয়ামীলীগকে বয়কট করেছে। এ দেশে আওয়ামী লীগের এই মূহুর্তে রাজনীতি করার নূন্যতম সুযোগ নেই। এই ১৭ বছরে আওয়ামীলী খুন,গুম, হত্যা ও যত অপকর্ম করেছে সেগুলোর আগে বিচার হতে হবে, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে তাঁরা (আ’লীগ) রাজনীতিতে আসতে পারবে কিনা।
বিএনপি’র এই নেতা বলেন কিছুসংখ্যক দুষ্কৃতকারী—যারা রাজনৈতিক দলের নয়, যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক, বাংলাদেশের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতি-সৌহার্দ্য ইচ্ছা করলেই নষ্ট করতে পারবে না। এবারও শতচেষ্টা করে তারা এই সৌহার্দ্য এবং ঐক্য বিনষ্ট করতে পারেনি। তিনি বলেন, ‘আমাদের (বিএনপি) অঙ্গীকার আছে, আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম-গোত্র-বর্ণনির্বিশেষে। আমাদের নেতা তারেক রহমান সে কথাই বিশ্বাস করেন।’
শেখ রবি আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য ৫ আগস্ট রাতে তারেক রহমান একটি ভিডিও বার্তা দিয়েছেন। অতএব পরিস্কার কথা এই অঞ্চলের শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত আমরা (বিএনপি) করবো।
তিনি বলেন, ‘১৯৭১ সালে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। ২০২৪-এর ছাত্র -জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই চেতনাকে আবার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। আসুন, আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি, জবাবদিহি নিশ্চিত করি, মানুষের অধিকারগুলোকে রক্ষা করি।’
এসময় উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজু,মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য আবুল খায়ের লিটন, হাজারীবাগ বিএনপি নেতা আরজু আহমেদসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |