আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৯
সংসদে পাস হওয়া বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী) বিলটিতে কিছু ত্রুটি ছিল বলে আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই সময় তাড়াহুড়া করে অনেকগুলো বিল সংসদে পাস হয়েছিল। আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে। তারপরে সেটা পাস হবে।
আইন মন্ত্রী আরো বলেন , এই সংশোধনের বিলটি মন্ত্রিসভায় অনুমোদন নেয়ার কোনো প্রয়োজন হবে না। বিলটিতে এক জায়গায় শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয় যখন বিষয়টি বুঝতে পেরেছে তখনই রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। সে কারণে রাষ্ট্রপতি আইনানুগভাবে বিলে স্বাক্ষর না করে তা ফেরত পাঠিয়েছেন। এখন যেহেতু অধিবেশন শেষ, আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি ওই জায়গায় সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |