আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৮
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের একটি মন্তব্য নিয়ে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় সংসদ অধিবেশন। ‘বর্তমান সংসদেও অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’ এমন মন্তব্য করে সংসদে তোপের মুখে পড়েন বিএনপির এই সংসদ সদস্য। সভাপতির আসনে থাকা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও এ ধরণের মন্তব্যের প্রতিবাদ করে তা প্রত্যাহারে অনুরোধ করেন। স্পিকারের অনুরোধ এবং সরকারি দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তির মুখে হারুনুর রশীদ তার সেই বক্তব্য প্রত্যাহার করলেও ‘প্রত্যাহার করতে বলার প্রতিবাদে’ সংসদ থেকে ওয়াকআউট করেন তিনি। পরে তার সঙ্গে সংসদে থাকা বিএনপি দলীয় অন্য সদস্যরাও ওয়াকআউট করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদ অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত বক্তব্যের সময় এসব ঘটনা ঘটে। দুই সপ্তাহ ইউরোপ সফর শেষে রবিবার সকালে দেশে ফিরেই সংসদ অধিবেশনে যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও রুস্তম আলী ফরাজীর পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর বিএনপির হারুনুর রশীদ ফ্লোর নেন।
বক্তব্যের শুরুতেই তিনি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা, প্রাণহানীর ঘটনা তুলে ধরে বলেন, যে এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেখানটায় আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। এ পর্যায়ে সংবিধানের ১১ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে’ বলে মন্তব্য করেন হারুনুর রশীদ। সঙ্গে সঙ্গেই সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে মাইক ছাড়াই এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করতে থাকেন। বক্তব্যে প্রত্যাহারের দাবীতে সংসদ সদস্যদের তীব্র দাবীর মুখে উত্তপ্ত হয়ে উঠে অধিবেশন। স্পিকার এ সময় তার ওই মন্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানান। সরকারি দলের তীব্র প্রতিবাদের মুখে তোপের মুখে থাকা বিএনপি দলীয় এই সংসদ সদস্য তার কথাগুলো সম্পন্ন করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:54 PM |