আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৯
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-টাঙ্গাইল বনবিভাগের সখিপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের কচুয়া বিটের সাবেক বিট কর্মকর্তা শাহ আহমেদ মনির বদলি হয়ে মধুপুর চলে যাওয়ার আগে এলাকার সম্মানি ও নিরীহ মানুষের বিরুদ্ধে শত্রæপক্ষের নিকট হতে চুক্তিভিত্তিক বিশেষ সুবিধার বিনিময়ে মিথ্যা,ষড়যন্ত্রমূলক বন মামলা দায়ের করেছেন কচুয়ার অসামান্য সুনাম অর্জনকারী সম্মানিত চিকিৎসক লিয়াকত হোসেসের নামে। ঈর্ষনীয় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে শত্রæপক্ষ অসৎ বনকর্মকর্তার সাথে চক্রান্তমূলক হাত মিলিয়ে সুবিধাপ্রাপ্ত হয়ে মামলা দায়ের করেছে বলে ভুক্তভোগী জানায়। এছাড়া নিরপরাধ,অসহায় দরিদ্র অটোভ্যান চালকদের টার্গেট করে মালামাল পরিবহনের কথা বলে কচুয়া বিট অফিসে ডেকে নিয়ে অটোভ্যানগাড়ি আটকিয়ে ব্যাটারি,মর্টার,ফ্যান খুলে বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার ব্যবসা।এমনকি তার সময়ে কচুয়া বিটাধীন কারো বাড়িতে টয়লেট দিলেও টাকা দিতে হতো। কচুয়া বিট কার্যালয় সংলগ্ন উত্তর পাশে লাখ লাখ টাকার বিনিময়ে রাজিব বস্ত্রালয়সহ বনভূমিতে ৭/৮টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মানে সহযোগিতা করেছেন। মানুষকে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করাই ছিল তার পেশা এবং নেশা। এ বিষয়ে কচুয়া বিটের সাবেক বিট কর্শকর্তা শাহ আহমেদ মনিরকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে ব্যস্ততা দেখিয়ে তালবাহানা করেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |