আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৯
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:- টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বহেড়াতৈল সদর বিটের উত্তর ঘাটেশ^রী এলাকায় বনবিভাগের ৩৩শতাংশ জমি জবর-দখল করার পর অবকাঠামো পরিবর্তন করে ঘর-বাড়ি নির্মান করেছে প্রবাসী সাকার ছেলে রাজিব। একইভাবে ঘাটেশ^রী মৌজার জে এল নং এস এ ২৭৮ খতিয়ানের ১০১ নং দাগের বিএস ১৭১৫ বনভূমি জবর-দখল করে বাড়িঘর নির্মান করেছে একই এলাকার মৃত খালেমের ছেলে চাঁন মিয়া,মৃত রিয়াজের ছেলে ছোটো,মৃত হাসুর ছেলে হালেম। বনবিভাগের জমি ইস্তফা দলিল টাঙ্গাইল আদালতের মাধ্যমে এফিডেভিট করে বনবিভাগের জমি একজনের দখল থেকে অন্যজনের দখলে চলে যায়। এমনি একটি ইস্তফা দলিল নোটারী পাবলিক কর্তৃক টাঙ্গাইল আদালতের মাধ্যমে উপজেলার ঘাটেশ^রী গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে হাজী আব্দুল বারেক মিয়া বনবিভাগের ৩৩ শতাংশ জমি ইস্তফা দলিল করে দিয়েছেন মৃত নাছির উদ্দিনের ছেলে মো.সাকা মিয়াকে। যার এফিডেভিট নং১০৭৩১/২০১৮ তারিখ-২৫.১১.২০১৮ইং। মোটা অংকের টাকার বিনিময়ে বনবিভাগের জমি ইস্তফা দলিলে সহযোগিতা করে থাকে স্থানীয় সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.আফাজ উদ্দিন। এ বিষয়ে প্রবাসী সাকার স্ত্রী রমেছা বলেন,ইস্তফা দলিলের মাধ্যমে আ.বারেকের নিকট থেকে ৭লাখ টাকা দিয়ে ৩৩ শতাংশ জমি ক্রয় করেছি। এভাবে ইস্তফা দলিলের মাধ্যমে বনবিভাগের হাজার হাজার একর জমি জবর-দখল করে ঘরবাড়ি,পোল্ট্রি ফার্ম,ইমারত,মিল-কারখানা,বাগানবাড়ি,খামারবাড়ি তৈরী করা হয়েছে।বহেড়াতৈল রেঞ্জ অফিসার এএইচএম এরশাদ বলেন,বনবিভাগের জমি জবর-দখল হয়ে থাকলে উদ্ধার করা হবে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |