আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৮
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। সে নলুয়া ইউরেকা কিন্টার গার্ডেন এর পরিচালক ও উপজেলা জামায়াত ইসলামীর সহ সম্পাদক। সোমবার (০২ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় সখিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সখিপুর উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শিবিরের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয় বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়,নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ অবৈধভাবে সরকারী সংরক্ষিত বনে প্রবেশ করে অবৈধভাবে গজারী ক’পিচ কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবর দখল করায় জামায়াত নেতা মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়।স্থানীয় বন কর্মকর্তা (বিট অফিসার) এ.কে.এম সাবেরুজ্জামান মুঠোফোনে বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়েছে। পর্যায়ক্রমে দখলদারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং বনের জমি উদ্ধার করা হবে।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরের গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |