আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৪
সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে টাঙ্গাইলের সখিপুরে স্বাগত মিছিল হয়েছে ।
শুক্রবার (২৪ মার্চ) বাদ জুমা ক্বওমী ওলামা পরিষদ ও ইমাম সমিতির ব্যানারে উপজেলার বিভিন্ন মসজিদের মুসুল্লিরা স্বাগত মিছিলে শামিল হন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোখতার ফোয়ারা চত্বরে এসে আলোচনা ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি হয়।
উপজেলা ক্বওমী ওলামা পরিষদ ও ইমাম সমিতির সভাপতি সাইফুল্লাহ বেলালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীদ সখিপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের গুলজারি, ক্বওমী ওলামা পরিষদের সহ-সভাপতি ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, ক্বওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তব্যরা বলেন, যে সমস্ত হোটেল, রেস্তোরাঁ দিনের বেলায় খোলা থাকবে, প্রথমে তাদেরকে বুঝিয়ে বলা হবে। যদি তারা না শুনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ার করেন। ওই সমস্ত হোটেল ও রেস্তোরাঁ থেকে খাদ্য সামগ্রী ক্রয় না করার আহবান জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |