আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৮
মোঃ শরিফুল ইসলাম:-টাঙ্গাইলের সখিপুরে সকাল নয়টায় স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। স্বামীকে ভয় দেখাতে স্ত্রী মুখে বিষ তুলে নেন। তবে তিনি তা গিলেননি। স্বজনেরা সত্যি ভেবে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই বসতঘরে স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। উপজেলার কালিয়ানপাড়া গ্রামে আজ শনিবার (৩ অক্টোবর) ঘটনাটি ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে
পাঠিয়েছে। এদিকে স্ত্রী রুমেলা আক্তারকে (৪০) জরুরি বিভাগের চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানাের পরামর্শ দিলেও স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়িতে চলে গেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। ওই ব্যক্তির নাম আবদুল আজিজ (৫০)। তিনি উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সখিপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আজিজের চাচাতাে ভাই কামাল হােসেন বলেন, সংসারে অভাব থাকায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতাে। সকালে সামান্য কিছু নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আজিজকে ভয় দেখাতে তাঁর স্ত্রী মুখে বিষ নিয়ে অভিনয় করেন। প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে আবদুল নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, স্বজনেরা রুমেলা নামের এক নারীকে বিষপানের রােগী হিসেবে জরুরি বিভাগে নিয়ে আসেন। পাকস্থলী থেকে বিষ অপসারণের জন্য চিকিৎসকেরা প্রস্তুতি
নেওয়ার সময় ওই নারী দাবি করেন, তিনি বিষ পান করেননি, শুধু বিষ মুখে নিয়েছিলেন। সুলতানা রাজিয়া আরও বলেন, পরে ওই রােগীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আবদুল আজিজের লাশ উদ্ধার করে মর্গে পাঠানাে হয়েছে। তাঁর স্ত্রী বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তিনি বিষ পান করেননি। তিনি স্বামীকে ভয় দেখাতে বিষপানের অভিনয় করেছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |