আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৮
টাঙ্গাইল প্রতিনিধিঃ-টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৪বছর যাবৎ কর্মরত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)নেতা ডা.শাহিনুর আলম। তার দাপট এখনো অব্যাহত রয়েছে। এডহক ডাক্তার হিসাবে কর্মরত ডা.শাহিনুর আলম স্বাচিপ নেতা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৪বছরে মেডিকেল অফিসার,আবাসিক মেডিকেল অফিসার,জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া হিসাবে কর্মরত। একই এলাকায় বাড়ি ও একই স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন থাকার কারনে তিনি দুইটি ক্লিনিকের মালিক,৭৮টি গরু নিয়ে ডেইরী ফার্ম,হাসপাতাল সংলগ্ন অত্যাধুনিক ৬তলা ভবন নামে-বেনামে কয়েক একর জমির মালিক,বিভিন্ন ওষুধ কোম্পানি জিস্মি করে মোটা অংকের টাকা আদায় এবং রোগীদের প্রেসক্রিপশনে হাসপাতালের ওষুধ না লিখে চুক্তিবদ্ধ ওইসব ওষুধ কোম্পানির ওষুধ লিখে থাকেন। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে নিজের ক্লিনিকে সিজার ও পরীক্ষা-নিরীক্ষা করে থাকে,তার দাপাটে হাসপাতালের কর্মকর্তা/কর্মচারী ভয়ে আতংকিত থাকে। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মে মাসে ৪টি সিজারিয়ান অপারেশন হয়েছিল। এরপর থেকে জে মেশিন(এনেসথেসিয়া মেশিন) নষ্ট হওয়ায় অদ্যবধি হাসপাতালে কোন সিজার করা হয়নি।
ডা.শাহিনুর আলমের ক্লিনিকে সিজার করানোর সুবাধে জে মেশিন ঠিক করা হয় না বলে অভিযোগ পাওয়া যায়। ডাঃ শাহিনুর আলম বলেন জে মেশিন ঠিক করার জন্য সিভিল সার্জন অফিস থেকে লোক আসে,এখানে আমার কোন হাত নেই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন মুকুল বলেন,জে মেশিন ঠিক করার জন্য কয়েকদফা সিভিল সার্জন(সিএস) অফিসে লিখিতভাবেস জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহন করেননি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |