আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৫
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:- টাঙ্গাইলের সখিপুরে এক সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সখিপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় এ মারাত্নক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। নিহত আরাফাত একমি কোম্পানিতে এবং দেলোয়ার হোসেন গ্লুটেক কোম্পানিতে রিপ্রেজেনটেটিভ হিসেবে সখিপুর উপজেলায় দায়িত্বরত ছিলেন।নিহত আরাফাতের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে।স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলে করে কাজ শেষে সখিপুর ফিরছিলেন। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল সখিপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আরাফাত ও দেলোয়ার মারা যায়।এদিকে ঘটনার পরপরই রাত সাড়ে ১১টার দিকে সখিপুর থানা-পুলিশ লাশ দু’টি উদ্ধার থানায় নিয়ে আসে।এ ব্যাপারে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলকে চাপা দেওয়া সেই কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |