আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫০
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুর ছাত্রলীগের তিন কমিটিতে দলিল লেখক, নারী কেলেঙ্কারিতে জড়িত ও মাদক সেবী, স্বজন প্রীতি সহ বিতর্কিতরা স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এই তিন কমিটিকে প্রত্যাখ্যান করে পদ বঞ্চিতরা সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। গত ৩০ সেপ্টেম্বর রাতে সখিপুর উপজেলা,সরকারি মুজিব কলেজ ও সখিপুর শহর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় । এতে দলিল লেখক নারী কেলেংকারিতে জড়িত, মাদকসেবী ও বর্তমান সংসদ সদস্যের পারিবারিক কমিটি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের পকেট কমিটি উল্লেখ করে বিক্ষোভ মিছিল সাংবাদিক সম্মেলন করেছেন পদবঞ্চিতরা ।
তবে জেলা ছাত্রলীগের দাবি দীর্ঘদিনের পরীক্ষিতদের ওই নব কমিটিতে পদায়ন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের একটি পক্ষ ছাত্রলীগের নামে গুজব ছড়াচ্ছে। উপজেলা আওয়ামীলীগের দাবি তাদেরকে না জানিয়ে জেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করেছে। ছাত্রলীগ সূত্রে জানা যায়, সখিপুর উপজেলা ছাত্রলীগের পাঁচ সদস্যের আহবায়ক কমিটির আহবায়ক রাসেল আল মামুন একজন দলিল লেখক ও নারী কেলেঙ্কারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । এছাড়া যুগ্ন আহবায়ক আল মাহমুদ প্রান্ত ও সাইফুল ইসলাম হৃদয়, শহর ছাত্রলীগের সভাপতি রেজভী শিকদার শান্ত টাঙ্গাইল_৮ আসনের বর্তমান সংসদ সদস্য এড জোয়াহেরুল ইসলামের নাতি। শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রকাশ্যে মাদক সেবনের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের খন্দকার রকিবুল হাসান বিজয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের ভাতিজা আর সাধারণ সম্পাদক সুমন মিয়া তার মেয়ের জামাইয়ের ভাতিজা । কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা সখিপুর শহরে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। বর্তমান নবগঠিত উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জুয়েল রানা বলেন, রাতের আধারে কমিটি গঠনের মাধ্যমে বিতর্কিতদের পদায়ন করে ছাত্রলীগকে কলঙ্কিত করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক দলিল লেখক আর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাদকাসক্ত। নবগঠিত কমিটির অন্যান্যরা সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্যের আত্মীয়-স্বজন। পারিবারিক ও পকেট কমিটি করায় ত্যাগী নেতারা বাদ পড়েছেন। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করেছি । কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন না করা পর্যন্ত আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো। নবগঠিত কমিটির আহবায়ক রাসেল আল মামুন বলেন,নতুন কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রলীগের সৈনিকদের পদায়ন করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা এ বিষয়ে গুজব ছড়াচ্ছে। এদিকে নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল অব্যাহত থাকায় থানা পুলিশ সামাল দিতে হিমশিম খাচ্ছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |