আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৭
মোহাম্মদ শরীফুল ইসলা:- সখিপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রচারণায় ব্যস্ত টাঙ্গাইলের সখিপুর পৌরসভার সম্ভাব্য মেয়র,কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরা। দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরাও। আগামি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জাহাঙ্গীর তারেকের পক্ষে তাঁর সমর্থকরা প্রায় দুই হাজার মোটর সাইকেল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এসময় সখিপুর-ঢাকা-টাঙ্গাইল সড়ক পথসভা চলাকালে বন্ধ হয়ে যায় এবং দুইপাশে যানজটের সৃষ্টি হয়। রোববার(১৩ডিসেম্বর/২০) সকালে শোভাযাত্রাটি সরকারি মুজিব কলেজ মাঠ থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মোটরশোভাযাত্রা চলাকালে এতিহ্যবাহি তালতলাচত্বর ও সূর্য তরুন শিক্ষাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমর্থক ও পৌর ভোটারদের উদ্দ্যেশে তিনি বক্তব্য দেন।সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। পৌরবাসীর কল্যাণে নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছি। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছি। দল মনোনয়ন দিলে অবশ্যই বিজয়ী হবো। পৌরবাসির খেদমতে নিজেকে উৎসর্গ করবো। জানা যায়, পৌর সভা নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন দলের নীতি নির্ধারকদের দ্বারে দ্বারে। সম্ভাব্য মেয়র প্রার্থী একাধিক থাকলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ তৃণমুলে মানুষের মাঝে ব্যাপক আলোচনা এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জাহাঙ্গীর তারেক। এমনকি তৃনমূলের ভোটে জাহাঙ্গীর তারেক ১০ভোট পেয়ে প্রথম হয়েছেন। সম্ভাব্য মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেকের সমর্থকরা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সমর্থন জানিয়ে টানিয়েছেন ব্যানার ও ফেস্টুন। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে পোস্টার। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে শতশত ব্যানার ফেস্টুনের মাঝে মাঝে সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকরা জাহাঙ্গীর তারেককে পৌরসভার মেয়র পদে দেখতে চেয়েছেন। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সর্বাধিক সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা সাবেক এই ছাত্রনেতাকে দলীয় মনোনয়ন প্রদানের আহ্বান জানান। চা-স্টল থেকে সর্বত্র আলোচনা হচ্ছে অন্যান্য মেয়র প্রার্থীর তুলনায় জাহাঙ্গীর তারেক এর মোটর শোভাযাত্রায় সবচেয়ে বেশী মোটর সাইকেল অংশগ্রহন করেছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |