আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১২
পুলিশের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার সচিবালয়ে অবৈধভাবে প্রবেশ করে বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় শাহবাগ থানার মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৮ জনকে তাঁদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জহিরুল ইসলাম (২০), ২। মোঃ ফয়সাল হাসান (২১), ৩। মোঃ রায়হান হোসেন (২১), ৪। মোঃ রুবেল আহম্মেদ (১৮), ৫। মোঃ রিয়াদ মাহমুদ (২১), ৬। মোঃ মেজবাউল রহমান মিল্লাদ (১৮), ৭। মোঃ মেহেদী হাসান (১৮), ৮। মোঃ সোয়ান (২১), ৯। মোঃ ইমরান হোসেন আরমান (১৮), ১০। মোঃ মেহেদী হাসান অন্তর (১৯), ১১। মোঃ সাগর (১৮), ১২। মোঃ রোহান (১৮), ১৩। মোঃ শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), ১৪। মোঃ আহাদ মোল্লা (২২), ১৫। মোঃ সোহান (১৮), ১৬। মোঃ মাসনুন (১৮), ১৭। মোঃ নাঈম (১৮), ১৮। মোঃ ইমাম হাসান (১৮), ১৯। মোঃ শাকিল (১৮), ২০। মোঃ সেলিম (১৮), ২১। মোঃ সাকলাইন মুস্তাক (১৮), ২২। মোঃ হানজালাল (২২), ২৩। মোঃ মশিউর রহমান (১৮), ২৪। মোঃ প্রান্তিক (১৮), ২৫। মোঃ তাছিম রহমান (১৮) ও ২৬। মোঃ রবিন মিয়া (১৮)।
বুধবার (২৩ অক্টোবর ২০২৪ খ্রি.) বিকাল আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জন উচ্ছৃঙ্খল যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়। বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করত: সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত করত: সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয় ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতারকৃত ২৬ জনসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এর সাথে জড়িত বলে জানা গেছে। গ্রেফতারকৃত ২৬ জনকে আজ ২৪ অক্টোবর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ২০২৪ খ্রি. ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট ২০২৪ খ্রি. হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |