আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৯
সন্দ্বীপ প্রতিনিধিঃ- শিশু ও কিশোরদের পানিতে ডুবে মৃত্যু বর্তমানে একটি জাতীয় সংকট। এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে Disaster Action And Development Organaization ( দাদু) সন্দ্বীপে এক কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সাবেক সভাপতি এবং দাদু’র প্রধান নির্বাহী অধ্যাপক ড. ইদ্রিস আলম।
আজ ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার সকালে সন্দ্বীপের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা।
শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা. মোঃ শাহজাহান, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির এবং হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, কবি কাজী শামসুল আহসান খোকন, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ রুুহল আমিন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-সভাপতি সুফিয়ান মানিক, সাংবাদিক চারু মিল্লাত, অনলাইন সন্দ্বীপ টিভি’র পরিচালক খোদাবক্স সাইফুল সহ বিভন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো Anyone Can Drown, No One Should.। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।
কর্মশালায় বক্তারা পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারে উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা পুনরায় শুরু করা, সাঁতার প্রশিক্ষন কেন্দ্র গড়ে তোলা, পারিবারিক সচেতনতা ও তদারকি বৃদ্ধি করা, পানি থেকে সুরক্ষার কৌশল আয়ত্ত করা, নৌ যাতায়াতে লাইফ জ্যাকেট পরিধান করা, উঠান বৈঠক, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সন্তান হারানো শিশুর পিতা-মাতার সাক্ষাৎকার ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |