আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘এ সরকারের কাছে চাওয়ার কিছু নেই। সরকার ধসে পড়েছে। আমরা জয়ের মুখোমুখি, বিজয় অর্জনের প্রাক্কালে।’
শনিবার শহরের এনায়েত বাজার মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান এসব কথা বলেন।
নোমান বলেন, ‘সরকার বার বার চেষ্টা করেছে আমাদের সব কর্মসূচি ব্যর্থ করে দেওয়ার জন্য। কিন্তু একটি কর্মসূচিও ব্যর্থ হয়নি বরং কর্মসূচিগুলো অসাধারণ হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের একদফা আন্দোলনের কায়েম না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে।’
বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা এনায়েত বাজার মোড়ে সমবেত হয়।
সেখানে সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিজয় র্যালি নিয়ে জুবলি রোড, তিন পুলের মাথা হয়ে নিউমার্কেট সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।এ সময় নোমান বলেন, ‘আমাদের দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছেন।
অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে কারাগার ভেঙে আমরা তাকে মুক্ত করবো। আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ সকল রাজবন্দিদের মুক্ত করবো। এ মুক্তি আন্দোলনের মধ্যে করতে হবে বলে ও তিনি উল্লেখ করেন।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |