আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪২
বিডি দিনকাল ডেস্ক:- ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় বসে বর্তমান আওয়ামী লীগ সরকার এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সরকারদলীয় নেতাদের দুর্নীতি আজ মহামারীতে রুপ নিয়েছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিয়ে বিদেশে বেগম পাড়া তৈরী করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আজ নয়াপল্টনস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মতিঝিল থানা বিএনপি’র ‘সদস্য তথ্য সংগ্রহ ফরম’ জমার কর্মসূচিতে বক্তব্য দানকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশ বাঁচাতে জনগণকে সাথে নিয়ে এই সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সৎ, দেশপ্রেমিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পাড়ায়-পাড়ায় সংগঠন তৈরী করে আন্দোলনমূখী জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।
সাংগঠনিক টীম-৩ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন, টীম সদস্য ও মহানগর নেতা এ্যাডভোকেট ফারুকুল ইসলাম, জামিলুর রহমান নয়ন, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লাহ খালেদ রাজনসহ মতিঝিল থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |